লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’: এক টুকরো বাংলাদেশ ছুঁয়ে দেখার উৎসব

জুলাই এলেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে। অপেক্ষা থাকে বছরের সবচেয়ে বড় মিলনমেলার—‘আনন্দমেলা’র জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ ও ২০ জুলাই ‘লিটল বাংলাদেশ’ এলাকায় বসছে ‘আনন্দমেলা’র নবম আসর।দুই দিনব্যাপী এ আয়োজন রূপ নেবে প্রবাসী বাঙালিদের আনন্দ, সংস্কৃতি আর স্মৃতির রঙিন মিলনমেলায়। বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছেন একঝাঁক পরিচিত মুখ—কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক...