৩ বছর পর ওটিটিতে নিশো, সঙ্গী নাবিলা
জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি ভিকি জাহেদ ও আফরান নিশো ফিরছেন নতুন ধাঁচের ওটিটি কনটেন্ট ‘আকা’ নিয়ে। এই খবর এনটিভি অনলাইন প্রথম প্রকাশ করেছিল গেল বছরের ডিসেম্বরে।এবার সেই খবরে অফিসিয়ালি সিলমোহর দিল হইচই। এই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মনস্তাত্ত্বিক টানাপোড়ন ও রহস্যঘেরা গল্পে নির্মিত এই সোশ্যাল থ্রিলারে তাদের সঙ্গে প্রথমবার যুক্ত হয়েছেন অভিনেত্রী নাবিলা। দীর্ঘদিন পর ওটিটিতে দেখা যাবে...
সর্বাধিক ক্লিক