পরী মণির মেয়ে আইসিউতে, ছেলে ও নায়িকার জ্বর
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি কঠিন সময় পার করছেন। বর্তমানে তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে। পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও নায়িকাও। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরী মণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার...
সর্বাধিক ক্লিক