৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পারিশ্রমিক পাননি

চলতি মাসেই জীবনের ৭০তম বছরে পা রেখেছেন ডলি জহুর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য মায়ের চরিত্রে পর্দায় উঠেছেন তিনি—স্নেহময়ী, দৃঢ়, কিংবা বিধ্বস্ত। প্রতিটি অভিনয়েই ছুঁয়েছেন দর্শকের হৃদয়। তবে এই বয়সে এসে এক গহীন আক্ষেপ জানালেন তিনি—‘মা-খালাদের কোনো মর্যাদা দেয়নি এই ইন্ডাস্ট্রি। পারিশ্রমিকটুকুও ঠিকমতো পাইনি।’একটি টেলিভিশন সাক্ষাৎকারে ডলি জহুর বলেন, “আমার সারাজীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি?...