পর্ন ফিল্মেও কাজ করেছেন এই ‘পঞ্চায়েত’ অভিনেতা

ভারতের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’ এর বনরাক্ষস বা ভূষণের চরিত্র দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ কুমার, যিনি প্রথম মৌসুমে মাত্র এক দিনের জন্য শুটিং করেছিলেন। তাঁর সেই আড়াই ঘণ্টার দৃশ্য পরে দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে।
সিরিজ মুক্তির পর ভূষণের চরিত্র এতটাই জনপ্রিয়তা পায় যে পরিচালক দীপক কুমার মিশ্র ও চিত্রনাট্যকার চন্দন কুমার চরিত্রটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন।
দুর্গেশ জানান, ইন্ডাস্ট্রিতে সাফল্যের আগে তাকে বহু সংগ্রাম করতে হয়েছে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পাস করার পরও তিনি বছর পর বছর অডিশনের দ্বারস্থ হন, কখনও কাস্টিং ডিরেক্টরদের কাছে পা পড়েছেন, বারবার হতাশ হয়েছেন। এমনকি তিনি স্বীকার করেছেন, অভিনয় জগতে প্রতিষ্ঠা পেতে কিছু সফট পর্ন ফিল্মেও কাজ করেছেন। তিনি বলেন, “অভিনয় ছাড়া আমি থাকতে পারব না। যা পেয়েছি তা-ই করেছি। নিজের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
২০১৬ সালের ২৮ মে মুম্বাই এসে দুর্গেশ চোখে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন অভিনয়ের পথ। সফট পর্ন ফিল্মের অভিজ্ঞতাও তাঁর সংগ্রামী জীবনের অংশ। সাক্ষাৎকারে তিনি জানান, গত ১১ বছরে দুইবার মানসিক অবসাদের শিকার হয়েছেন। তাই নতুন অভিনেতাদের পরামর্শ—এই পেশায় আসার আগে মনের জোর, শরীরের জোর ও অর্থের জোর থাকা জরুরি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
পঞ্চায়েত ছাড়াও দুর্গেশকে সম্প্রতি দেখা গেছে কিরণ রাওয়ের পরিচালনায় প্রশংসিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’ এ। সিরিজের সাফল্যের পর তাঁর হাতে একের পর এক কাজের প্রস্তাব আসছে, যা প্রমাণ করে, সংগ্রাম ও ধৈর্যই সবচেয়ে বড় শক্তি।