এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত
সংগীত প্রেমীদের জন্য আসছে এক প্রতীক্ষিত রাত। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক মঞ্চে উঠছেন দুই দেশের দুই সংগীত কিংবদন্তি—বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের ব্যান্ড জুনুনের ভোকাল ও গিটারিস্ট আলী আজমত।অ্যাসেন কমিউনিকেশনের আয়োজনে এবং স্টেট মিডিয়ার সহযোগিতায় এই আয়োজন রক ও সুফি সংগীতের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের ভাষায়, ‘এই রাত হবে...
সর্বাধিক ক্লিক