শেখ সোলায়মানের কণ্ঠে ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা শেখ সোলায়মান এবার হাজির হলেন নিজের একক গান নিয়ে। দীর্ঘদিন ভক্তদের প্রত্যাশা ছিল তার কণ্ঠে মৌলিক গান শোনার। সেই ইচ্ছেই পূর্ণ হলো ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশের মাধ্যমে।
পাগল সচল সুজনের কথা ও সুরে এবং পূর্ণ মিলনের সংগীতে গাওয়া এই গানটি ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। গানটির ভিডিও ধারণ করা হয়েছে গ্রামীণ জনপদে, যেখানে মাটির গানে ধরা দিয়েছে মাটির ঘ্রাণ।
শেখ সোলায়মান বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল নিজের একটি মৌলিক গান থাকবে। অবশেষে তা সম্ভব হলো। শ্রোতারা ভালোভাবে নিচ্ছেন, আমি গানটি নিয়ে আশাবাদী।’
শেখ সোলায়মান প্রথম আলোচনায় আসেন বাঁশিওয়ালা হিসেবে। তার বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের বহু শ্রোতা। নদীর ধারে কিংবা মাঠের প্রান্তে বসে বাজানো সেই বাঁশিই তাকে পৌঁছে দেয় আলোচনার কেন্দ্রে। এরপর কণ্ঠশিল্পী লুৎফর হাসানের সঙ্গে তিনি দ্বৈত কণ্ঠে গান করেন ‘আমরা যারা দেখতে কালো’।
নতুন গান ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশিত হয়েছে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শোনা যাচ্ছে একাধিক অডিও প্ল্যাটফর্মে।