তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা

তৃতীয়বারের মতো মা হলেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। মার্কিন র্যাপার এএসএপি রকির ঔরসে ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই সংগীতশিল্পী। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে নিজেই এই খুশির খবর ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নেন এই গায়িকা। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।
যুক্তরাষ্ট্রভিত্তিক মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, এই তারকা দম্পতি পরিবারের নতুন অতিথির আগমন উদযাপন করছেন। ১৩ সেপ্টেম্বর তাদের সংসারে তৃতীয় সন্তানের আগমন ঘটে। মেয়ের নাম রাখা হয়েছে রকি আয়রিশ মেয়ার্স। পরিবারে প্রতিটি সন্তানের নামের প্রথম অক্ষর “আর” দিয়ে শুরু হওয়ার ঐতিহ্য এখানে বজায় রেখেছেন রিয়ানা এবং এএসএপি রকি। এই দম্পতির দুই ছেলে তিন বছর বয়সী রজা, দুই বছর বয়সী রিওট এবার কন্যা সন্তানের আগমন হলো।

রিয়ানা এই বছর মে মাসে ২০২৫ মেট গালাতে তার তৃতীয় সন্তান আসার অপেক্ষার কথা জানান। গর্ভাবস্থাতেই মেট গালা অনুষ্ঠানে তিনি কালো ক্রপড উলের জ্যাকেট, উল বস্টিয়ার বডিস্যুট ও কালো পিনস্ট্রাইপ উলের স্কার্ট পরে উপস্থিত ছিলেন।
এরপর থেকে রিয়ানা ফ্যাশনেবল গর্ভাবস্থার উদাহরণ হিসেবে বিভিন্ন রঙিন ও দামী পোশাকে প্রকাশ্যে আসেন। বেলজিয়ামে ‘স্মাফার’ সিনেমার প্রিমিয়ারে তিনি শিয়ার বেবি ব্লু বেবি-ডল সেটে ছিলেন।