শাহরুখের ৩৩ বছরের প্রতীক্ষার অবসান, উড়ন্ত চুম্বনে ভাসল দিল্লি

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ইতিহাস গড়লেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জমকালো আসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন শাহরুখ।
‘জওয়ান’-এ সেনা কর্মকর্তা বিক্রম রাঠোর ও তার ছেলে আজাদের দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানো শাহরুখ এবার পেলেন জাতীয় স্বীকৃতি। এই বিভাগে তাঁর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পদক ভাগ করে নেন বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’-এ এক আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা যুবকের চরিত্রে তাঁর বাস্তবধর্মী অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছে। ছবিটি জিতেছে সেরা ফিচার পুরস্কারও।
অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শাহরুখ ও বিক্রান্তের অভিনয়শৈলীর প্রশংসা করেন উপস্থিত অনেকে। সেরা অভিনেতা হিসেবে দু’জনেই পেয়েছেন ‘রজত কমল’ (রূপালি পদক) ও দুই লাখ রুপি অর্থ পুরস্কার।
এই জয় শুধু শাহরুখের জন্য নয়, তাঁর পরিবারের জন্যও আবেগের মুহূর্ত হয়ে উঠেছে। স্ত্রী গৌরী খান সামাজিক মাধ্যমে স্বামীর সাফল্য উদযাপন করে লিখেছেন, ‘কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল ডিজাইন করছি।’ ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন সেই পোস্ট।
শাহরুখকে সম্মান জানাতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু তাঁকে সম্বোধন করেন ‘কিং অব আর্টস’ হিসেবে। তিনি বলেন, ‘যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তাঁর প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প।’
এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত হয়ে দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন শাহরুখ খান। মুহূর্তটি বন্দি হয় ক্যামেরায়—যেন ইতিহাসের সাক্ষী হয়ে রইল।