জুবিন গার্গের মৃত্যুতে সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে এখনো ধোঁয়াশা কাটছে না। কীভাবে এই কিংবদন্তী শিল্পীর জীবনাবসান ঘটল, তা জানতেই তদন্তে নেমেছে আসাম সরকার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ মামলায় প্রথমবার একজনকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিনের জীবনের শেষ সময়ে তার সঙ্গে ইয়টে থাকা ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে জেরা শুরু হয়েছে। একইসঙ্গে টিম ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি তল্লাশি চালিয়েছে বিশেষ তদন্দকারী দল।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটির গরিগাঁও থেকে গায়কের টিমের ড্রামার শেখরজ্যোতিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ―তার কথাতেই সমুদ্রে নেমেছিলেন গায়ক জুবিন।
এ ছাড়া গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়ি তল্লাশি চালায় কর্মকর্তারা। এ সময় ম্যানেজারের বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেন। গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুর জন্য ড্রামার সিদ্ধার্থ শর্মাকে দোষারোপ করছেন। তার বাড়ির বাইরে সবাই বিক্ষোভ করতে থাকেন এবং তাকে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে এ ঘটনায় বিশেষ তদন্দকারী দল গঠন করে রাজ্য সরকার। আর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আশ্বাস দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে। প্রয়োজনে সিবিআই তদন্তও করা হবে।