গানে গানে রবিরশ্মির ২৭তম বর্ষপূর্তি উদযাপন

সঙ্গীত সংগঠন ‘রবিরশ্মি’ তার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছিল দু’দিনব্যাপী অনুষ্ঠান ‘অভয় বাজে হৃদয় মাঝে’। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের পরিচালক ও দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ। এসময় সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়নাকে।
প্রথম দিন
প্রথম দিনে একক সঙ্গীত পরিবেশন করেন এ. এম. এম মহিউজ্জামান চৌধুরী ময়না। রবিরশ্মির শিল্পীবৃন্দ পরিবেশন করেন গীতি আলেখ্য ‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’ যার পরিচালনায় ছিলেন মহাদেব ঘোষ।
নৃত্য পরিবেশন করেন রাধিকা তাসাল্লুম রিয়ন্তী ও আবিদ হাসান রাতুল, নৃত্য পরিচালনা করেন মো. জাবেদ হোসেন। আবৃত্তি করেন বাচিক শিল্পী বেলায়েত হোসেন।
এছাড়া একক গান পরিবেশন করেন সুকুমার চক্রবর্তী, দিলীপ কুমার দাস, শাশ্বতী মাথিন, হ্যাপি পাল, ভারতী চাকি, সুস্মিতা হোসেন, মনীষা চক্রবর্তী, জাহানজীব সারোয়ার শিমুল, মেজবাহুল আজম মঞ্জু, মিথিলা ঘোষ, নিতা চক্রবর্তী, সুমা চন্দ, ময়না রানী দাস, রুমা সাহা, শম্পা ভৌমিক ও মৃত্তিকা দেবনাথ।
দ্বিতীয় দিন
দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সঞ্জীত গোপ।
রবিরশ্মির ক্ষুদে শিল্পীবৃন্দ পরিবেশন করে গীতি আলেখ্য ‘আমরা নূতন যৌবনেরই দূত’, পরিচালনা করেন মিথিলা ঘোষ।
একক গান পরিবেশন করেন সুব্রত চৌধুরী, বিষ্মুপদ দাস, স্বপন চক্রবর্তী, বিকাশ হালদার, জনি ঘোষ, প্রণব সিকদার, ডা. নওশাদ খান, মনামী চক্রবর্তী, বনশ্রী পাল শান্তা, জয়া গাঙ্গুলি, ইপা বড়ুয়া, প্রতিভা রানী, অর্চনা রায়, অরুণা সরকার, শাজনাজ পারভীন পাপড়ি, দেবযানী মিত্র, মৌসুমী দাসগুপ্তা, অনিমা গোস্বামী, মাকসুদা জামিল তুলি, অনামিকা ত্রিপুরা, চম্পা বিশ্বাস, রুম্পি চৌধুরী, প্রিয়াঙ্কা বড়ুয়া মলি ও প্রনিধি মজুমদার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লিপি রানী ঘোষ ও শাশ্বতী মাথিন।
যন্ত্রসঙ্গীত
যন্ত্রাণুসঙ্গে ছিলেন তবলা ও অক্টোপ্যাডে মোহাম্মদ ফারুক ও গৌতম সরকার, মন্দিরায় জে. এ. বাতেন, কি-বোর্ডে রবিনস্ চৌধুরী, এস্রাজে অশোক কুমার সরকার ও সেতারে মো. ফিরোজ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোখলেস আলম (সমাজসেবক ও সভাপতি, রবিরশ্মি)।
দু’দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয় পরিচালক মহাদেব ঘোষের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায়ও ছিলেন তিনি।