এনটিভিতে আসছে টার্কিশ ধারাবাহিক ‘পরী’

প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভাগ্যের নির্মম খেলায় যখন এক তরুণীর জীবন হয়ে ওঠে দুর্বিষহ, তখনই জন্ম নেয় এক আবেগঘন অধ্যায়। সেই অধ্যায় এবার শুরু হতে যাচ্ছে এনটিভির পর্দায়। টার্কিশ ধারাবাহিক ‘পরী’ আসছে এনটিভিতে। সম্প্রচার শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। প্রতি শুক্রবার, শনিবার ও রোববার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
বাংলাদেশেই সম্পন্ন হয়েছে ‘পরী’র বাংলা ডাবিং। ২৬ জনেরও বেশি শিল্পীর কণ্ঠে ফুটে উঠবে চরিত্রগুলোর হাসি-কান্না, আনন্দ, মান-অভিমানের লড়াই। তাঁদের কণ্ঠে মিশে যাওয়া টার্কিশ আবেগ দর্শকদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে—যেখানে নেই কোনো সীমানা, আছে শুধু রোমাঞ্চকর গল্প আর গভীর অনুভূতি।
‘পরী’ কেবল একটি নাম নয়, এটি বেঁচে থাকার প্রতীক। এক সাহসী তরুণী, যিনি দারিদ্র্য ও প্রতিকূলতাকে সঙ্গী করেও এগিয়ে যান। কিন্তু তার পৃথিবী ভেঙে পড়ে, যখন বাবাকে অন্যায়ভাবে জেলে যেতে হয়। চোখের সামনে যেন নিভে যায় সব আলো, অর্থহীন হয়ে ওঠে জীবন।
এই ভাঙনের মাঝেই আছে পরীর প্রথম প্রেম—রায়ান। কিন্তু ভাগ্য সেখানে আরও নিষ্ঠুর। পরিস্থিতির শিকার হয়ে রায়ানকে হারাতে হয় পরীকে। প্রথম প্রেমের সেই বিশ্বাসঘাতকতা পরীর হৃদয়কে করে আরও ক্ষতবিক্ষত, আরও দৃঢ়।
তবু গল্প এখানেই শেষ নয়। ভাগ্যের ঘূর্ণাবর্তে আবারও মুখোমুখি হয় পরী ও রায়ান। আবেগ, অভিমান আর দায়িত্বের টানাপোড়েনে তৈরি হয় টানটান উত্তেজনা। ঠিক তখনই আবির্ভাব ঘটে রায়ানের ভাই আরিয়ান—যার ছলনা আর চক্রান্তে জড়িয়ে পড়ে সবাই। শুরু হয় অস্থিরতার নতুন অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে বিস্ময় আর রহস্য।
বাংলায় ‘পরী’ নামে প্রচারিত হলেও সিরিজটির মূল নাম ‘জেমহেরি’। নির্মাণ করেছেন হিলাল সারাল—আন্তর্জাতিক খ্যাতি পাওয়া জনপ্রিয় ‘কারা সেভদা’র পরিচালক। ফিরুজে পিনারের চরিত্রে অভিনয় করেছেন আইচা আইশিন তুরান, তার বিপরীতে আয়াজ কর্কমাজ চরিত্রে আছেন আলপারেন দ্যুইমাজ। আরও অভিনয় করেছেন কানার জিন্দোরুক (এরতান দেমিরকান) এবং হাজাল ফিলিজ কুচুককোসে (বেররাক দেমিরকান)।
ভালোবাসা, ত্যাগ, বিশ্বাসঘাতকতা আর জীবনের লড়াই—‘পরী’ হবে সেই গল্প, যা দর্শকদের একদিকে কাঁদাবে, অন্যদিকে শেখাবে শক্ত হয়ে বেঁচে থাকার পাঠ। প্রতিটি দৃশ্য হবে হৃদয়ের ভেতর ঢেউ তোলা এক অভিজ্ঞতা।