জুবিনের বাড়িতে শোক জানাতে আদানি পরিবার

ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। গত রোববার রাতে শিল্পীর গুয়াহাটির বাড়িতে শোক জানাতে হাজির হলেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের শিল্পপতি গৌতম আদানি ও তার ছেলে জিৎ আদানি।
জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের সঙ্গে দেখা করেন আদানি পিতা-পুত্র। আসামের সাংস্কৃতিক আইকন জুবিনের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন গৌতম আদানি ও জিৎ আদানি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, গৌতম আদানি ও তার ছেলে রোববার রাত ৯টার দিকে জুবিনের বাড়িতে পৌঁছান। সেখানে আধ ঘণ্টা ছিলেন। কথা বলেন গরিমা এবং শিল্পীর পরিবারের অন্যদের সঙ্গে।
সংবাদ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গৌতম আদানি এবং তার ছেলে জিৎ আসামের আইকনের মৃত্যুতে সমবেদনা জানাতে এসেছিলেন। তারা কিছুক্ষণ গরিমার সঙ্গে কথা বলেন এবং গায়কের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন।