ভালোবাসার মানুষের জন্য মিথ্যে বলা কোনো অন্যায় নয়: সালমান খান

বলিউড ভাইজান সালমান খান তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি ‘১০০০% মিথ্যা’ বলতে পারেন।
অনুষ্ঠানে টুইঙ্কল খান্না সলমনকে প্রশ্ন করেন, ‘ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?’ প্রথমে সালমান একটু দ্বিধায় ছিলেন। পরে তিনি বলেন,‘মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। যদি ‘অল্প মিথ্যা’ হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি কেউ মারাত্মক কোনো ভুল করে, সেক্ষেত্রে মিথ্যা বলা ভুল।” সালমান উদাহরণ হিসেবে বলেন, “যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন?’
তবে কিছুক্ষণ পর সালমান তার মত পাল্টে চূড়ান্ত মত জানান। বলেন, ‘১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।’ তার এই উত্তরে চমকে যান টুইঙ্কল।
প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয়— এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।’ এই আলোচনাতেই তিনি আবারও নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন।
এ ছাড়াও সালমন স্বীকার করেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যাতে মানুষ তাকে ভয় পায়। টুইঙ্কল মন্তব্য করেন, ‘সবাই সালমানকে ভয় পায়।’ জবাবে সালমান বলেন, তিনি ছোটবেলা থেকেই একটি বিশেষ ধরনের মনোভাব নিয়ে চলতেন, যাতে কেউ তার সঙ্গে বেশি বাড়াবাড়ি না করে। তিনি মনে করেন, এই মনোভাবের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়।
বর্তমানে সালমন খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনেরও কাজ করছেন তিনি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস