‘সৃজিত কি এখনো আপনার স্বামী?’প্রশ্নে মিথিলা দুই সেকেন্ড ভেবে বললেন ‘হ্যাঁ’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নাকি প্রেমে পড়েছেন! শোনা যাচ্ছে, তাঁর মনজুড়ে এখন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
শারদীয় দুর্গোৎসবের ভিড়ে এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন সৃজিত নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি। এর আগেও ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন।
তবে এই গুঞ্জনের ভেতরেই আলোচনায় চলে এলেন সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানে তাঁকে সোজাসাপটা প্রশ্ন করা হয়—‘শুনছি সৃজিত মুখার্জি আর আপনার স্বামী নন, এটা কি সত্যি?’ জবাবে মিথিলা হেসে বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’
সঞ্চালক আরও এগিয়ে জিজ্ঞেস করলেন, ‘সৃজিত কি এখনো আপনার স্বামী?’ দুই সেকেন্ড ভেবে মিথিলা উত্তর দিলেন, ‘হ্যাঁ।’ পাসপোর্টে কি সৃজিতের নাম আছে?—হালকা হাসিতে মাথা নেড়ে দিলেন সম্মতি।
২০১৯ সালের ডিসেম্বরে বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন মিথিলা। তবে প্রায় দুই বছর ধরে ঢাকায় আছেন তিনি। কেন কলকাতা যাচ্ছেন না?—এ প্রশ্নে মিথিলা বললেন, ‘ভিসা নাই।’
একসঙ্গে ছবি না দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা গেলেও আগস্টে পিএইচডি সম্পন্ন করা মিথিলাকে সবার আগে অভিনন্দন জানিয়েছিলেন সৃজিত। লিখেছিলেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’
তাহলে কি প্রেমের নতুন গল্প সত্যিই শুরু হয়েছে, নাকি সবই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন? উত্তর দেবে সময়ই। আপাতত নেটিজেনদের মজা দেখার সুযোগ হয়ে উঠেছে এই ‘অফিশিয়াল-আনঅফিশিয়াল’ প্রেমকাহিনি!