নামের সঙ্গে ‘ডক্টর’ যোগ হলো মিথিলার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবনে যোগ হলো নতুন এক অর্জন। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। তাই নামের সাথে ডক্টর উপাধি যোগ হচ্ছে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর দেন মিথিলা।
গতকাল সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাসে রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘খুবই আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি।’
মিথিলা লিখেছেন, ‘এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক অধ্যায়ের সমাপ্তি, যা ছিল আনন্দ ও দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর। আমার কাছে কম ভ্রমণ করা পথ বেছে নেয়ার অর্থ ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা―যেখানে একদিকে পুরোদমে পেশাগত জীবন, মাঝে মধ্যে অভিনয় এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে আমাকে। অন্যদিকে এই ডিগ্রির পথচলা এগিয়ে নিতে হয়েছে। আর এই অভিজ্ঞতা দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে আমাকে, একইসঙ্গে শিখিয়েছে কতটা সামলাতে পারি আমি।’
এরপরই পরিবার ও কাছের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেত্রী লেখেন, ‘আমি আমার পরিবার, বন্ধু সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন এই যাত্রায় টিকিয়ে রেখেছে আমাকে। আজ থেকে গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব―একটি উপাধি, যা নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি আমি।’
প্রসঙ্গত, সংগীত ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা নিয়েও কাজ করেন মিথিলা। এবার তার নামে যুক্ত হলো নতুন পরিচয়- ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।