ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করায় ম্যানেজারকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজার ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ-আলবেনীয় পপ-তারকা ডুয়া লিপা। এই পদক্ষেপকে ফিলিস্তিনের প্রতি তার ধারাবাহিক সমর্থনের সর্বশেষ নজির হিসেবে দেখা হচ্ছে।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় দ্য মেইলের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সংগীত জগতের বড় অনুষ্ঠান গ্ল্যাস্টনবারি ফেস্টিভাল থেকে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে লেখা একটি চিঠিতে সই দেন ডুয়া লিপার ইহুদি ধর্মাবলম্বী ম্যানেজার ডেভিড লেভি। সংগীতাঙ্গনের একাধিক কর্মী ওই চিঠিতে সই দিয়েছিলেন। সবার ওপরেই লেভির নাম ছিল।
ওই চিঠি জনসম্মুখে প্রকাশ পেলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে অবশ্য ওই অনুষ্ঠানে কোনো বাধা ছাড়াই নিক্যাপ গান পরিবেশন করে।
ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ডুয়া লিপা মনেপ্রাণে একজন ফিলিস্তিনপন্থি মানুষ এবং তার ধ্যান-ধারণার সঙ্গে তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গিতে আকাশ-পাতাল ফারাক ছিল। ওই সূত্র জানায়, ডুয়া মনে করেন তার ম্যানেজার গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেন। যে চিঠিটিতে তিনি সই দিয়েছেন, তা থেকেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে।
দলের অন্যতম সদস্য মো শারার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হলেও ব্যান্ডটি হামাস ও হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে।
গত কয়েক বছর ধরে ডুয়া লিপা বারবার ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন। ২০২০ সালে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সমালোচনা করে একটি পোস্ট রিপোস্ট করেন। ২০২১ সালে গাজায় যুদ্ধবিরতির আহ্বানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো একটি খোলা চিঠিতেও সই দিয়েছিলেন তিনি। ওই ঘটনার জেরে তার বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগ আনা হলেও তিনি তা উড়িয়ে দিয়ে ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে কথা বলেছেন বলে জানান।
২০২৪ সালে আরেকটি খোলা চিঠিতে সই দিয়ে গাজার সহিংসতা বন্ধের আহ্বান জানান ডুয়া লিপা। একই বছর ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি গাজায় আইডিএফের অভিযানকে ‘ইসরায়েলি গণহত্যা’ বলে আখ্যা দেন। বলেন, শিশুদের জ্যান্ত পুড়িয়ে মারার পেছনে কোনো যুক্তি দেওয়া সম্ভব নয়। একই বছর গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে তিনি ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে দর্শকদের দিকে ছুটে যান।

১৯৯৫ সালের ২২ আগস্ট লন্ডনে জন্ম নেওয়া ডুয়া লিপার বাবা-মা কসোভো-আলবেনীয় নাগরিক। ১৯৯২ সালে কসোভোয় চলমান সংঘাত থেকে বাঁচতে তারা পালিয়ে গিয়েছিলেন। ডুয়া লিপার ব্রিটেন ও আলবেনিয়ার দ্বৈত নাগরিকত্ব আছে। তার তিন অ্যালবামের বিক্রি আড়াই কোটি ছাড়িয়েছে। এই তারকার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৫ থেকে ১৩০ মিলিয়ন ডলার।