দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং পারস্পারিক বন্ধুত্বের গভীরতা উদযাপন করতে আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’। দুই দেশের সংস্কৃতিকে কাছাকাছি আনার ব্যতিক্রমী এ আয়োজন আগামী আগস্ট থেকে শুরু হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছাবে সেপ্টেম্বর মাসে।
সম্প্রতি দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়। প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।
এতে বাংলাদেশি ও অ-চীনা নাগরিকদের জন্য থাকছে চীনা ভাষার গান পরিবেশনের সুযোগ এবং চীনা নাগরিকদের জন্য থাকছে বাংলা ভাষার গান পরিবেশনের সুযোগ। সংগীতের মাধ্যমে দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন এই আয়োজনে।
বিস্তারিত জানতে যোগাযোগ- শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম। শান স্যার-শাফি স্যার। মোবাইল: ০১৬০২৭১৫৮০৮ অথবা ০১৩১২৩৮৭৭৮৭। ইমেইল: shanjintaobd@gmail.com।
ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট: যোগাযোগ: দ্য লিউ স্যার। মোবাইল: ০১৮৮৬১৬৪৫৬৬, ইমেইল: ciatdu@163.com
নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট: যোগাযোগ: হুয়াং স্যার, মোবাইল: ০১৭০১৮৪৩১৫৪, ইমেইল: ciatnsu@gmail.com
চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ: যোগাযোগ: চৌ ম্যাডাম, মোবাইল: ০১৭০৮৫২৩৬৬৫, ইমেইল: 434960431@qq.com
প্রবাসী চীনা ফেডারেশন বাংলাদেশ: যোগাযোগ: হু ম্যাডাম, মোবাইল: ০১৯১৬৯৪৭২৯৪, ইমেইল:secretariat@ocaib.org
এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কেবল সাংস্কৃতিক মেলবন্ধনের সুযোগই পাবেন না, বরং সম্মাননা ও স্মৃতিময় অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন।