ব্ল্যাক ম্যাজিক নিয়ে সাইকো থ্রিলার ‘নসিব’, একসঙ্গে ইয়াশ-তিশা-উর্বী

ভয়, রহস্য আর অদেখা এক অশুভ ছায়া—‘ব্ল্যাক ম্যাজিক’ শব্দটায় যেন এমনই এক আবহ ঘিরে থাকে। এক সময় যা ছিল মফস্বলকেন্দ্রিক, এখন তা ঢুকে পড়েছে শহুরে গল্পেও। সাম্প্রতিক সময়ে কিছু আলোচিত ঘটনাতেও ফিরে এসেছে এই জাদুবিদ্যার প্রসঙ্গ। ঠিক এমন এক সময়েই পরিচালক তানিম রহমান অংশু নিয়ে এলেন ‘নসিব’—একটি প্রেম, প্রতিশোধ ও অতিপ্রাকৃত গল্পের সাইকো থ্রিলার।
গল্প, ভাবনা ও পরিচালনায় অংশু নিজেই। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী উর্বী।
নাটকে উঠে এসেছে বিশ্বাসের টানাপোড়েন, নিয়তির নিষ্ঠুরতা আর অন্ধকারের হাতছানি। গতকাল গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ট্রেলার। ভিন্ন স্বাদের থ্রিলার হিসেবে এরই মধ্যে দর্শকদের সাড়া মিলছে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘মানুষের জীবনে যে ভয়, বিশ্বাস ও নিয়তির খেলা চলে—তা নিয়েই এই গল্প। প্রেম আছে, প্রতিশোধ আছে, আবার আছে ব্ল্যাক ম্যাজিক আর সাইকো থ্রিলারের মোচড়।’
তানজিন তিশা বলেন, ‘গল্পটা একেবারেই ব্যতিক্রম, এমন চরিত্রে আগে কাজ করিনি। দর্শকও নতুন কিছু পাবেন বলে মনে করি।’
অভিনেতা ইয়াশ রোহান জানান, ‘সাইকো থ্রিলার ও ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় এই নাটক আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। চরিত্রটি করতে গিয়ে নিজেকেও ভেঙে ফেলতে হয়েছে।’
অন্যদিকে, প্রিয়ন্তী উর্বীর ভাষায়, ‘আমার চরিত্রটি আবেগে পূর্ণ, গভীরতা আছে। এই চরিত্রের অভিজ্ঞতা আমার জন্যও খুব স্পেশাল।’
গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, নাটকটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই। তাঁর ভাষায়, ‘এই কাজটি ভয়, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত কল্পনার এক মিশ্র অভিজ্ঞান। থ্রিলারপ্রেমী নতুন প্রজন্মের দর্শকদের জন্য এটা হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা।’