রহস্য জমাচ্ছে ‘নসিব’

কালো জাদু, প্রেম, প্রতিশোধ আর অতিপ্রাকৃত রহস্যের মিশেলে তৈরি হয়েছে ইউটিউব থ্রিলার ‘নসিব’। তানিম রহমান অংশু পরিচালিত এই নাটকটি সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে।
নাটকে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, রহস্যময় এক নারী চরিত্রে আছেন তানজিন তিশা এবং ইয়াশের স্ত্রীর চরিত্রে দেখা গেছে প্রিয়ন্তী উর্বীকে।
গল্পের শুরুতে দেখা যায়, ইয়াশ ও উর্বীর সুখের সংসারে হঠাৎ করে হানা দেয় অতি প্রাকৃত এক শক্তি। বদলে যেতে থাকেন উর্বী—একসময় সাধারণ থেকে অস্বাভাবিক হয়ে ওঠেন তিনি। তখনই গল্পে প্রবেশ করেন তিশা, যার চরিত্রে রয়েছে রহস্য, বিশ্বাস আর এক ভয়ংকর শক্তির উপস্থিতি।
শুধু ভৌতিক গল্প নয়, ‘নসিব’ তুলে এনেছে সেই সব লোককাহিনির ছায়া, যেগুলো গ্রামাঞ্চলে বহুদিন ধরে শোনা যায়—আর আজকাল শহরেও যার প্রতিচ্ছবি দেখা যায়। দর্শক সেই চেনা গা ছমছমে আবহে খুঁজে পাচ্ছেন এক ভিন্ন স্বাদ।
নাটকটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। কেউ বলছেন, ‘ভয়ও লাগল, আবার দারুণও লাগল’। কেউ লিখেছেন, ‘সত্যিই সুন্দরভাবে বাস্তবের সঙ্গে অলৌকিকতার মিশ্রণ ঘটেছে’।
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘মানুষের জীবনে বিশ্বাস, ভয় আর নিয়তির টানাপোড়েনকে ঘিরেই মূল ভাবনা। এখানে যেমন আছে ব্ল্যাক ম্যাজিক, তেমনি প্রেম, প্রতিশোধ আর থ্রিলারের মোচড়ও আছে।’
প্রিয়ন্তী উর্বী জানান, ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে নাটকটি নিয়ে আগ্রহ ছিল। অনেকে কাজটি দেখে প্রশংসা করেছেন, যা তার জন্য দারুণ প্রাপ্তি।