প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন প্রযোজক

বলিউডে আগেই খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে গিয়েও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা। বিশ্ব জুড়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। কেউ তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ, কেউ আবার তাঁর সৌন্দর্যে। কিন্তু এই সৌন্দর্যে নাকি রয়েছে কৃত্রিমতা। দাবি করলেন প্রযোজক সুনীল দর্শন। তবে এর আগেও বলিউডে প্রিয়াঙ্কার অস্ত্রোপচার নিয়ে অনেক কথা হয়েছে। বিভিন্ন ধরনের চর্চা থাকলেও সেসব কেবলই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেয়া হয়েছে। এবার সুনীল দর্শন জানালেন, তিনিই নাকি প্রিয়াঙ্কাকে বলেছিলেন অস্ত্রোপচার করে নাকের গড়ন বদলে ফেলতে।
২০০৩ সালে কানওয়ার পরিচালিত ‘আন্দাজ’ সিনেমা মুক্তি পায়। এতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও লারা দত্ত।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রযোজক সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কাকে আমি বলেছিলাম, তোমার নাক নিয়ে কিছু করা উচিত। ও নিজেও জানত এটা প্রয়োজন। তার মা-বাবা দু’জন চিকিৎসক ছিলেন, এ জন্য তারাও কালক্ষেপণ না করে সেটি করিয়েছিলেন।
‘আন্দাজ’ প্রযোজকের এ মন্তব্যের পরই নতুন করে আলোচনায় এসেছে পুরোনো এক অধ্যায়। প্রিয়াঙ্কা সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডে অভিষেক করেন ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির পর তার নাকের পরিবর্তন নিয়ে নানা কথা হয়েছিল। তবে এবার সেই চর্চার সত্যতা জানা গেল।
সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কার নাকের সমস্যা তেমন কোনো বড় সমস্যা ছিল না, তারা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিয়েছে। অভিনেত্রীর এই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ ছিল, তাও স্বীকার করেছেন প্রযোজক। বলেন, প্রসাধনী পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে। তবে কখনো কখনো অপূর্ণতার মধ্যেও পরিপূর্ণতা থাকে। সাধারণত কাউকে আমি এ ধরনের (অস্ত্রোপচার) পরামর্শ দেই না।
প্রিয়াঙ্কা সম্পর্কে সুনীল দর্শন আরও বলেছেন, ‘ও তথাকথিত সুন্দরী ছিল না। কিন্তু ওর উপস্থিতির মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। ওর কণ্ঠস্বরও খুব সুন্দর।’
প্রিয়াঙ্কা নিজের কাজের প্রতি খুবই একাগ্র ছিলেন বলেও দাবি করেছেন প্রযোজক। সেই দেখে সুনীল তখনই অনুমান করেছিলেন, প্রিয়ঙ্কার ভবিষ্যৎ উজ্জ্বল।