মেয়ের মা হলেন কিয়ারা

প্রথম সন্তানের বাবা–মা হলেন বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সোমবার (১৫ জুলাই) মুম্বাইয়ের গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা সন্তান। জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সন্তান আসার খবর জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শিগগিরই আসছে।’ এরপর থেকেই শুরু হয় শুভেচ্ছার জোয়ার।
প্রেগন্যান্সির খবরে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কিয়ারার মেট গালার অভিষেক। ডিজাইনার গৌরব গুপ্তের নকশা করা মনোমুগ্ধকর পোশাকে বেবি বাম্পের ঝলকে তাক লাগান এই অভিনেত্রী।
সন্তান জন্মের আগে গত সপ্তাহেই মুম্বাইয়ের একটি ক্লিনিকে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থকে। সঙ্গে ছিলেন সিদ্ধার্থের মা রিমা মালহোত্রা এবং কিয়ারার বাবা-মা জেনেভিভ ও জগদীপ আদভানি।
‘শেরশাহ’ সিনেমার সেট থেকে শুরু হয়েছিল কিয়ারা–সিদ্ধার্থের পথচলা। দীর্ঘ সময় গোপন রেখেছিলেন সম্পর্ক। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় আয়োজনে তারা বিয়ে করেন। পরবর্তীতে ‘কফি উইথ করণ’-এ কিয়ারা জানান, রোমে ছুটি কাটাতে গিয়ে সিদ্ধার্থ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।