‘ডন ৩’ সিনেমা ছাড়লেন বিক্রান্ত ম্যাসি, নতুন ভিলেন হচ্ছেন বিজয় দেবরাকোন্ডা?

‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ সিনেমাতে শানায়া কাপুরের সঙ্গে রসায়ন দিয়ে দর্শক মাতিয়েছেন বিক্রান্ত ম্যাসি। এক সপ্তাহ না গড়াতেই এল চমকে দেওয়া খবর, ‘ডন ৩’ সিনেমা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা
ফারহান আখতার পরিচালিত বহু প্রতীক্ষিত এই সিমেমাতে রণবীর সিংয়ের বিপরীতে মূল খল চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। চতুর, স্মার্ট এক স্ক্যামস্টারের চরিত্রে দেখা যেত বিক্রান্তকে, যার একাধিক অ্যাকশন দৃশ্যে মুখোমুখি হতেন রণবীরের সঙ্গে। তবে শেষ মুহূর্তে এমন একটি জটিল চরিত্র থেকে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রযোজনা সংস্থা। চরিত্রটি যেহেতু স্টাইলিশ, ধুরন্ধর এবং মারকাটারি অ্যাকশনে ভরপুর, তাই তার জন্য বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করছে, বিক্রান্তের জায়গায় ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও আদিত্য রায় কাপুরের সঙ্গে। তবে এখনো কেউ চূড়ান্তভাবে সম্মতি দেননি। ফলে অনিশ্চয়তায় রয়েছে ‘ডন ৩’-এর অন্যতম গুরুত্বপূর্ণ এই চরিত্র।
প্রযোজকদের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘বিক্রান্ত দারুণ করতেন জানি, কিন্তু আমরা আত্মবিশ্বাসী—ওনার মতোই মেধাবী কেউ এই চ্যালেঞ্জ নিতে এগিয়ে আসবেন।’
২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘ডন ৩’-এর। তার আগেই খল চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে জোর প্রস্তুতি।
এখন দেখার বিষয়, কে হন রণবীরের মুখোমুখি ‘ডন ৩’-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে।