আত্মসমর্পণ করে জামিন পেলেন রাজকুমার রাও

২০১৭ সালের সিনেমা ‘বহেন হোগি তেরি’–কে ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) পাঞ্জাবের জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এরপর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার (৩০ জুলাই) নির্ধারণ করা হয়েছে।
বিতর্কের সূত্রপাত সিনেমাটির একটি পোস্টারকে ঘিরে। সেই পোস্টারে রাজকুমার রাওকে হিন্দু দেবতা শিবের সাজে মোটরসাইকেলে বসা অবস্থায় দেখা যায়, যা নিয়ে আপত্তি তোলেন অনেক দর্শক।
জলন্ধরের শিবসেনার স্থানীয় এক নেতা এই অভিযোগে থানায় মামলা করেন। পুলিশ রাজকুমার রাও, পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে মামলা রুজু করে।
আদালতের সমন উপেক্ষা করায় রাজকুমারের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি আত্মসমর্পণ করে আগাম জামিনে মুক্ত হন। এখনো পর্যন্ত রাজকুমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এদিকে ব্যক্তিগত জীবনে রাজকুমার রাও ও তার স্ত্রী পত্রলেখা তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। কিছুদিন আগে এই দম্পতিকে অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে দেখা যায়।
পেশাগতভাবে রাজকুমার বর্তমানে নেটফ্লিক্সের ‘টোস্টার’ শিরোনামের একটি প্রজেক্টে কাজ করছেন। এর আগে তাকে ‘ভুল চক মাফ’ ও ‘মালিক’–এ দেখা গেছে।