বাবা হচ্ছেন রাজকুমার রাও

একদিকে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের প্রস্তুতি, অন্যদিকে ব্যক্তিজীবনে নতুন বাঁক—সময়টা এক কথায় দারুণ যাচ্ছে রাজকুমার রাওয়ের। বিয়ের প্রায় চার বছর পর বাবা হতে চলেছেন এই বলিউড অভিনেতা। তারকা দম্পতি রাজকুমার ও পত্রলেখার সংসারে আসছে নতুন অতিথি।
বুধবার নিজের সামাজিকমাধ্যমে এই সুখবর ভাগ করে নেন রাজকুমার। ছোট্ট একটি শব্দ ‘উচ্ছ্বসিত’ আর তার সঙ্গে দুইটি লাল হৃদয়ের ইমোজি, এতেই বুঝিয়ে দিয়েছেন তাদের অপেক্ষার আনন্দ।
খবরটি সামনে আসতেই ভেসে যায় শুভেচ্ছার বন্যায়। সহকর্মী, অনুরাগী থেকে শুরু করে বলিউডের অনেকেই অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে। কোরিওগ্রাফার ফারাহ খান মন্তব্য করেছেন, ‘অবশেষে খবরটা প্রকাশ পেল! এই খবরটা নিজের মধ্যে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। দুইজনকে অভিনন্দন।’
রাজকুমার ও পত্রলেখার প্রেমের শুরু ২০১৪ সালে ‘সিটি লাইট’-এর সেটে। সেই কাজ থেকেই শুরু তাদের পথচলা। দীর্ঘ ১০ বছর সম্পর্কের পর তারা বিয়ে করেন, যদিও অনেকদিন গোপন রেখেছিলেন নিজেদের সম্পর্কের কথা।
এখন, জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা—একসঙ্গে বাবা-মা হওয়ার প্রস্তুতি।