২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ রণবীর, কে এই সারা অর্জুন?

৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন সালমান খান। কিছুদিন আগেই ‘সিতারে জমিন পর’ সিনেমাতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম। ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি!
রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর। কিন্তু এর পাশাপাশি ২০ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর।
রোববার ৪০-এ পা রাখলেন রণবীর। এদিকে তার নতুন সিনেমার নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এই জুটি দেখেই নিন্দুকেরা বলছেন, ‘রণবীরও এবার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন!’ কিন্তু কে এই সারা অর্জুন?
দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন। হিন্দি সিনেমাতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো সিনেমাতে অভিনয় করেছেন সারা।
সিনেমাতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনী চিত্রে দেখা গিয়েছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছয় বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি সিনেমা ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ সিনেমাতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা।
এরপরে সালমানের ‘জয় হো’ সিনেমাতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ সিনেমাতে ঐশ্বরিয়া রাই‘য়ের কিশোরী বেলার অভিনয় করেছিলেন সারা। এবার ‘ধুরন্ধর’ সিনেমাতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি।
সিনেমাতে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল। সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।