মা হচ্ছেন সোনাক্ষী? এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন। সম্প্রতি বিয়ের এক বছর পূর্ণ হলো সোনাক্ষী ও জাহিরের। বছর ঘুরতেই ফের ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, মা হচ্ছেন সোনাক্ষী? তবে এবার আর চুপ করে থাকলেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, এসব গুজবে কান দেওয়ার কোনো মানে নেই।
সোনাক্ষীর সাফ কথা, ‘‘আমি কাজের বাইরে খুব সাধারণ, শান্তিপূর্ণ জীবন পছন্দ করি। ব্যক্তিগত জীবন নিয়ে এই অকারণ হইচই আমার একদম পছন্দ নয়। পর্দার বাইরের আমি খুবই শান্ত একটা মানুষ।’’
আসলে বিয়ের পর থেকেই কখনও ধর্ম নিয়ে, কখনও সন্তান নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সোনাক্ষীকে। সে প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘‘আপনি যা-ই করুন, লোকে কিছু না কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, মানুষ বলবে কালো কেন নয়। যদি কালো পরি, বলবে সাদা হল না কেন। তাই এই ছোট ছোট গুঞ্জনে পাত্তা দেওয়া যাবে না।’’
গত বছর ২৩ জুন, সাত বছরের প্রেমকে পরিণতি দিয়ে জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে সারেন সোনাক্ষী। কোনও রকম ধর্মীয় রীতি ছিল না, ছিল শুধুই কাছের মানুষদের সঙ্গে প্রীতিভোজ। বিয়ের সাজও ছিল একেবারে সরল, অতি সাধারণ।
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে। তবে সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুখী দাম্পত্যের মুহূর্ত মাঝেমধ্যেই শেয়ার করেন দু’জন। তবে মা হওয়ার জল্পনা নিয়ে সোনাক্ষীর সাফ কথা— ‘‘এটা আমার ব্যক্তিগত জীবন। কে কী ভাবল বা বলল, সেটা নিয়ে আমি একদমই ভাবি না।’’