মস্কোর আন্তারিজ উৎসবে বাংলাদেশের ‘সোল মেট’

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য নির্মাণ ‘সোল মেট’ জায়গা করে নিয়েছে রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব *আন্তারিজ*-এ। উৎসবের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে আদেল ইমাম অনুপ পরিচালিত এই ৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য।৬ আগস্ট শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত মস্কোতে চলবে এই উৎসব। প্রথম নির্মাণেই দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নাম লেখালেন তরুণ নির্মাতা অনুপ।উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ...