নিউইয়র্কে শাকিবের সঙ্গে বুবলী, ঘুরছেন ছেলেকে নিয়ে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে।শাকিব খান কিছুদিন আগেই পৌঁছেছেন নিউ ইয়র্কে। এরপরই কানাঘুষো—ছেলেকে সময় দিতে বুবলীও যাচ্ছেন সেখানে। তবে দিনক্ষণ রেখেছিলেন গোপন। অবশেষে সব জল্পনা থেমে যায় রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে—যেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি...