উত্তরায় শুটিং হাউস বন্ধে চিঠি, নাট্যাঙ্গনে ক্ষোভ

আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের উদ্দেশে চিঠি দিয়েছে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। গত ২০ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শুটিংয়ের কারণে রাস্তায় ভিড় বাড়ছে, যান চলাচলে বিঘ্ন ঘটছে, আর এতে করে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই আবাসিক পরিবেশ রক্ষায় হাউস ভাড়া দিয়ে শুটিং করতে না দেওয়ার আহ্বান জানানো হয় মালিকদের প্রতি।
এই সেক্টরে আছে তিনটি শুটিং হাউস; লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২।
সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আবাসিক এলাকায় এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। পরিবেশ ও সুনাম রক্ষায় হাউস মালিকদের দায়িত্বশীল ভূমিকাও প্রত্যাশা করা হয়।
বিষয়টি নিয়ে উত্তরা সেক্টর–৪ কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানীর সঙ্গে কথা বলে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বিস্মিত নাট্যাঙ্গনের অনেকে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এইভাবে হঠাৎ করে চিঠি দিয়ে শুটিং বন্ধ করতে বলা উচিত হয়নি। অনেক কন্টিনিউটি থাকে, অনেক ধারাবাহিক চলছে। সময় দিয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলে অন্তত প্রস্তুতির সুযোগ থাকত।’
তিনি জানান, ডিরেক্টরস গিল্ড প্রতিবাদ জানিয়েছে এবং আজই চিঠি দেবে। ‘হাউস মালিকদের বলেছি, ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি’, বলেন তিনি।