প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভি’তে বিশেষ নাটক ‘সাথী’

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সেই আয়োজনে থাকছে বিশেষ নাটক ‘সাথী’। এটি আগামীকাল বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে।
আব্রাহাম তামিমের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা ইয়াসমিন, শেখ মাহবুবুর রহমান, আঞ্জমান আরা শিরিন প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, বৃষ্টি পড়ছে সারাদিন। মফস্বলের কলেজ সড়কটা ভিজে চকচক করছে। ছেলে-মেয়েরা গেটের বাইরে দৌড়াচ্ছে, কেউ ছাতা মাথায়, কেউ খালি হাতে কেউবা আবার ভিজতেই ভালোবাসে। এই ভিড়ের মাঝখানে একটা ছেলে চুপচাপ দাঁড়িয়ে, নাম আবির। হাতে ধরা বাপ-দাদা’র আমলের একটা পুরোনো ছাতা। ছাতার একপাশ বেঁকে গেছে, তবুও জেদ করে দাঁড়িয়ে থাকে।

হঠাৎ একদিন কলেজ গেটের সামনে এসে থামে এক নতুন মেয়ে, নাম নয়না। ছাতা খুলতে গিয়ে দেখে ছাতার প্যাঁচ লেগে গেছে। আবির ধীরে এসে নয়নার মাথার উপর ছাতা ধরে বলে, পুরনো জিনিসগুলো টিকে থাকে বেশি দিন। বাসায় এসে আবিরের মনটা কেমন ওলট-পালট হয়ে যায়। পরদিন সেই কলেজ গেটের সামনেই হঠাৎ বাতাসের ঝাপটায় ছাতার হুক উল্টে হাত থেকে পড়ে যায়। ভাঙা ছাতার দিকে তাকিয়ে থাকে আবির, যেন তার ভালোবাসাও ওখানেই ভেঙে পড়ে আছে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। কোথাও নয়না’র দেখা পায়না আবির।
সেই চেনা রাস্তা ধরে একদিন দুপুরে নয়না ছাতা ছাড়াই হাঁটতে থাকে এই শহরে। বইয়ের দোকানের সামনে নয়না দেখতে পায়, আবির ভিজে জামাকাপড় পরে বসে আছে। নয়না চুপচাপ এসে পাশে দাঁড়ায়। আবিরের কানে কানে বলে, ‘বিয়েটা ভেঙে গেছে, আপনার ছাতায় আমার কি একটু জায়গা হবে?’