ফ্লপের ধুলো ঝেড়ে ৭ বছর পর হিট দিলেন আমির

তিন বছর বিরতির পর আবার বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন আমির খান। ২০ জুন মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে ছুঁয়ে ফেলেছে ১২৫ কোটির মাইলফলক। সিনেমাটির বাজেট ৯০ কোটি।
আর এ সাফল্যের মধ্য দিয়েই প্রায়৭ বছর পর হিট সিনেমা উপহার দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরএস প্রসন্ন পরিচালিত এই স্পোর্টস কমেডি-ড্রামা সিনেমাটি মুক্তির দ্বিতীয় রবিবারে আয় করেছে ১৪ দশমিক ৫০ কোটি রুপি। স্যাকনিলকের হিসাব অনুযায়ী, দশ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২২ দশমিক ৬৫ কোটি রুপি। বিশেষ করে সন্ধ্যার শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল ৬৪ শতাংশেরও বেশি—যা ইঙ্গিত দেয় সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ এখনও তুঙ্গে।
আমির খানের শেষ বক্স অফিস হিট ছিল ২০১৭ সালের ‘সিক্রেট সুপারস্টার’। এরপর ‘ঠগস অব হিন্দোস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থ হয় দর্শকের মন জয় করতে। সেই জায়গা থেকেই ‘সিতারে জমিন পার’-এর সাফল্য তাঁকে ফিরিয়ে এনেছে পুরনো ছন্দে।
এক যুগ আগে যেভাবে ‘তারে জমিন পার’ শিশুদের চোখ দিয়ে এক নতুন পৃথিবী দেখিয়েছিল, এবার ‘সিতারে জমিন পার’ সেই বার্তাকেই এগিয়ে নিয়ে গেছে—মজার ছলে, গভীর অনুভবে। আর আমির খান আবারও প্রমাণ করলেন, গল্পই তারকার সবচেয়ে বড় শক্তি।