বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এখন শাহরুখ খান

শোবিজ দুনিয়ার সব হিসাব পাল্টে দিয়ে শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। চলচ্চিত্র জগতে ৩৩ বছরের দীর্ঘ ও সফল যাত্রার পর 'বলিউডের বাদশাহ' অবশেষে বিলিয়নিয়ারের মুকুট পরলেন। খবর দ্য হিন্দুস্তান টাইমস।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, এই সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ পৌঁছেছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী তারকার পাশাপাশি বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান দখল করে নিলেন।
আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেললেন কিং খান
এই বিশাল অর্জনের মাধ্যমে শাহরুখ খান পেছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তাঁর বর্তমান সম্পদ এখন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার) ও কৌতুক অভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার)-এর চেয়েও বেশি।
হুরুন রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত বছর শাহরুখের সম্পদ ৮৭০ মিলিয়ন ডলার থাকলেও এ বছর তা ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অভিনেতা হিসেবে শাহরুখের এই অর্জন প্রমাণ করে, সিনেমার পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তাঁর সম্পদের পেছনে মূলত রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট (প্রোডাকশন হাউস ও ভিএফএক্স স্টুডিও), বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট দলে বিনিয়োগ ও মধ্যপ্রাচ্যে তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকলেও, নতুন তালিকায় দ্বিতীয় স্থানের সঙ্গে তাঁর সম্পদের ব্যবধান আরও অনেকটা বেড়েছে। ভারতের ধনী অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখের ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তাঁর পরিবার (সম্পদের পরিমাণ ৭৭৯০ কোটি রুপি), তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন (সম্পদের পরিমাণ ২১৬০ কোটি রুপি)।
শাহরুখের এই অর্জন আবারও প্রমাণ করলো, কেন তাঁকে বলিউডের 'বাদশাহ' বলা হয় এবং তিনি শুধু বক্স অফিসেরই নন, এখন সম্পদের নিরিখেও আন্তর্জাতিক মানের তারকাদের শীর্ষে চলে এসেছেন।