আলমগীরের নামে ফেসবুকে ভুয়া আইডি নিয়ে সতর্ক করলেন আঁখি

চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আলমগীর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কিন্তু তার নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও ফ্যান পেজ ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। এসব বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।
জানা গেছে, ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।
এ প্রসঙ্গে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আঁখি লিখেছেন,‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে আঁখি আলমগীর বলেন,‘চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। এ ধরনের ভুয়া আইডি ও পেজের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’
আঁখি বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাবের মতো কিছু বানায়, তাহলে কিন্তু শুধু উনাকে নিয়েই সীমাবদ্ধ থাকা উচিত। এসব পেজে দেখা যায়, তারা সবার ছবি দিচ্ছে, অনেক তথ্য শেয়ার করছে। কিছু ভুল, কিছু সঠিক। এটা আমাদের পরিবারের জন্য ভীষণ আপত্তিকর বিষয়। মেয়ে হিসেবে বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনাদের মাপের মানুষেরা এটা নিয়ে কথা বলবেন না। আমার বাবার ফ্যান পেজে আপত্তিকর কিছু আসবে, বা অন্য কেউ আপত্তি জানাবে—এটা তো আমাদের জন্য সম্মানের কিছু না।’
আঁখি আলমগীর আরও বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে অনেক কিছু পোস্ট হয়, মাঝে মাঝে আমাকেও ট্যাগ করা হয়। হয়তো তারা ভাবে, তারা অন্যায় কিছু করছে না, বা ন্যায়-অন্যায় বোধটা তাদের মধ্যে কাজ করছে না। আমার মতে, কিছু কিছু লেজেন্ডকে এসব থেকে মুক্ত রাখা উচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি অনেক বছর কাজ করেছেন। তাঁদের আর প্রচার-প্রসারের প্রয়োজন নেই। তাঁরা প্রচারের ঊর্ধ্বে।’
বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিতে চান কি না জানতে চাইলে আঁখি জানান,সাইবার ক্রাইমে দৌড়ানোর মতো সময় আমার নেই, আব্বুর তো নেই-ই। এ রকম অনেক পেজ আছে। সবাইকে সতর্ক করতেই বিষয়টি সামাজিক মাধ্যমে লিখেছেন তিনি।