কন্যাসন্তানের বাবা হয়েছেন শ্যামল মাওলা

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নিয়েছে শ্যামল মাওলার প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা। জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
মেয়ের নাম রেখেছেন ‘সানাভ মাওলা’। হাসপাতাল থেকে একসঙ্গে তোলা একটি ছবিও এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন শ্যামল।
২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা।
একসময় মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু, এরপর টিভি নাটক, ওটিটি, সিনেমা—সব মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘ক্যাশ’ দিয়ে শুরু হয়েছিল ওটিটিতে তার পথচলা। এরপর ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’ সিরিজে অভিনয় করে পেয়েছেন দর্শক ও নির্মাতার দৃষ্টি।
সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘নাদান’ নামের একটি সিনেমায়, যা মুক্তির অপেক্ষায় আছে। দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এর পাশাপাশি একটি অমনিবাস সিনেমাতে কাজ শেষ করেছেন তিনি। নতুন একটি ওয়েব সিরিজে কাজ নিয়েও কথা চলছে।