এবার ওটিটিতে ‘দেয়ালের দেশ’

প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানো শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। ১৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ওটিটি প্ল্যাটফর্মটিতে চরকিতে এটি দেখতে পারবেন দর্শকরা।
মিস্ট্রি–রোমান্স ঘরানার এই কাজটিতে নহর চরিত্রে অভিনয় করেছেন বুবলী, আর বৈশাখ চরিত্রে রাজ। এক মর্গ থেকে শুরু হওয়া অন্যরকম এক প্রেমের গল্প এগিয়ে গেছে মৃত্যু ও সম্পর্কের দেয়াল পেরিয়ে। পরিচালনা করেছেন মিশুক মনি, যাঁর এটি প্রথম পরিচালনা।
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই গল্প, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক—সবকিছু নিয়ে আলোচনায় আসে ‘দেয়ালের দেশ’। মুক্তির সময় বুবলী বলেছিলেন, ‘এখানে আমাকে নায়িকা হয়ে নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছে।’ অনুদানপ্রাপ্ত এই প্রজেক্টের মাধ্যমে পুরনো ট্যাবু ভাঙার আশাও প্রকাশ করেন তিনি।
শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুকসহ আরও কয়েকজন অভিনয় করেছেন এতে। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালক মিশুক মনির।
মুক্তি প্রসঙ্গে মিশুক মনির বলেন, ‘চরকির দর্শক আর এই কাজের দর্শকের মধ্যে একটা সংযোগ আছে বলেই মনে হয়েছে। দেরিতে হলেও এখন আরও বড় পরিসরে পৌঁছাবে এটি।’