আমি আর দশটা মেয়ের মতোই : ক্যাটরিনা

রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে গেছে। এই গুঞ্জন এতই বেশি হয়েছে যে এখন এটি রীতিমতো পাকাপোক্ত খবর হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যাটরিনা এ বিষয়ে শুরু থেকে খুবই কঠিন হয়ে সামলে যাচ্ছেন। এনডিটিভির খবরে জানা গেল, নিজেকে নিয়ে এতসব খবরে খুবই বিরক্ত তিনি।
ক্যাটরিনার কথাই এমন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পত্রপত্রিকায় এ রকম লেখা দেখতে কারোই ভালো লাগার কথা নয়; তারও লাগে না। বিশেষ করে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত সকল নারীই ‘সিঙ্গেল’—তাঁর বিবেচনা এটাই বলে।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ কখনোই নিজেদের সম্পর্কের বিষয়ে মিডিয়ায় সামনাসামনি কথা বলেননি। পারিবারিক একটি অনুষ্ঠানে দুজনকে কিছুদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন তাঁদের বিয়ে নিয়ে আলাপ আরো তুঙ্গে ওঠে।
‘তামাশা’ ছবির মুক্তির পর থেকেই নাকি রণবীর-ক্যাটরিনার সম্পর্কে ভাঙন ধরে। এ সময় ‘ফিতুর’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা, অন্যদিকে পুরোনো প্রেমিককে নিয়ে চুটিয়ে ছবির প্রচার করে গেছেন দীপিকা। মিডিয়ায় জোর গুজব ওঠে, রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ‘ভেঙে’ যাওয়ার পেছনে নাকি দীপিকারও ‘প্রভাব’ রয়েছে।
এসবে অবশ্য পরোয়া করেন না ক্যাটরিনা, ‘নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গল্পগুজব পড়াটা খুবই অস্বস্তিকর। আমি বরং এ রকম কোনো ব্রেকিং খবর পড়তে পছন্দ করব যে, ক্যাটরিনা কাইফ বিশ্বের সেরা পাঁচ অভিনেত্রীর একজন হয়ে গেছে! এমনটাই একদিন পত্রিকায় যেন ছাপানো সম্ভব হয়, আমি তাই চাই’, আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তিনি।
রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবারো স্পষ্ট ভঙ্গিতে বলে দিয়েছেন, ‘আমি আর দশটা মেয়ের মতোই। আগেও বলেছি, এখনো বলছি—বিয়ে না হওয়ার আগ পর্যন্ত প্রতিটি মেয়েই সিঙ্গেল। আমার এখনো বিয়ে হয়নি, আর আমি কারো সঙ্গে এনগেজডও নই।’
অভিষেক কাপুরের ‘ফিতুর’ ছবিতে কিছুদিন পর দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এতে ক্যাটরিনার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর।