আর ক’টা দিন সময় দিন : ক্যাটরিনা

কয়েক দিনের ছুটি কাটানোর জন্য দেশের বাইরে উড়াল দিয়েছিলেন। মিডিয়ারও আর কী চাই, ছুটির মধ্যে ক্যাটরিনা-রনবীরের বিয়ে মোটামুটি ঘোষণা করে দিয়েছিল বেশ কিছু গণমাধ্যম। এ নিয়ে গতকাল খোলাসা করেছেন ক্যাটরিনা, সাথে জানিয়েছেন-আপাতত ‘মিসেস’ হওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর!
সাংবাদিকদের প্রশ্নে জবাব বেশ শান্তভাবেই দিয়েছেন ক্যাটরিনা। লম্বা সময় ধরে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চললেও এ নিয়ে বিরক্তি প্রকাশ পায়নি তাঁর কথায়। ‘আপনারা জিজ্ঞেস করেছেন বলে আমার ভালোই লাগছে। তবে আমি অবশ্যই এনগেজড্ নই। আমি জানি আপনারা ভীষণ ভালো, আপনারা চান আমি বিয়েটা করে ফেলি; কিন্তু এখন আমার এ রকম কোনো পরিকল্পনা নেই’-বলেছেন ক্যাটরিনা।
সাথে একটু তীর্যক রসিকতাও করেছেন তিনি। 'আর ক’টা দিন সময় দিন, অবিবাহিত থাকতে দিন!' ‘ফ্যান্টম’ ছবির ট্রেলার উদ্বোধনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বহুদিন পর কোনো ইভেন্টে এলেন এই অভিনেত্রী।
বিয়ে-সংক্রান্ত ‘গুজব’ শুরু হয়েছিল এ মাসের ১৬ তারিখ থেকে। সেদিন ছিল ক্যাটরিনা কাইফের জন্মদিন। দুজনে একসাথেই কাটিয়েছেন জন্মদিনের সময়টুকু। তখন থেকেই এই কাহিনীর শুরু।
২০০৯ সালের ব্যবসাসফল রোমান্টিক কমেডি ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিংয়ের সময় থেকেই এই দুজনের প্রেম। একসাথে প্রকাশ ঝার ‘রাজনীতি’ ছবিতেও অভিনয় করেছিলেন তাঁরা।
অফস্ক্রিনে জোড়া পাকাপাকি বাঁধুক কি না বাঁধুক, আগামী বছর অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে আবারও দেখা যাবে এই জুটিকে।