জাতীয় পুরস্কার পেলেই বিয়ে : ক্যাটরিনা কাইফ

নিদেনপক্ষে তিনি বা তাঁর অভিনীত কোনো ছবি জাতীয় পুরস্কার না পেলে অন্তত বিয়ের পিঁড়িতে বসছেন না। আপাতত এমনটাই ধনুকভাঙ্গা পণ করে বসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি মুম্বাইয়ে ‘ফ্যান্টম’ ছবির প্রচার উপলক্ষে সংবাদমাধ্যমে এ কথা খোলামেলাভাবেই জানান ক্যাটরিনা। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমি বিয়ে তখনই করব, যখন জাতীয় পুরস্কার পাব।’ তবে এই জাতীয় পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অবশ্য কিছুটা ছাড়ও দিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, জাতীয় পুরস্কার তিনি না পেলেও চলবে। অন্তত তাঁর অভিনীত কোনো ছবিও যদি জাতীয় পুরস্কার পায়, তাহলেও বিয়ে করতে তাঁর আপত্তির কিছু নেই।
এমনিতেই ক্যাট আর অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছে বেশ কিছুদিন ধরেই। এর আগে অনেকবার তাঁদের আংটি বদলের খবরও চাউর হয়ে গিয়েছিল। কিন্তু পরে দেখা গেছে, তাঁদের সম্পর্ক একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে কি শেষমেশ রণবীরকে ছাড়ছেন ক্যাট? উঁহু, তেমন আশঙ্কা আপাতত নেই বলেই জানিয়ে দিয়েছেন ক্যাট। বললেন, ‘আমাদের সম্পর্ক বিন্দাস চলছে।’ তাহলে মালাবদল? তার উত্তরেই ক্যাটরিনার সাফ জবাব, ‘নিদেনপক্ষে একটা জাতীয় পুরস্কার না পেলে বিয়ে আমি করছি না। আমি বা আমার ছবি, কোনো একটা জাতীয় পুরস্কার পেলেই ঝটপট বিয়েটা সেরে ফেলব।’