‘লাকি ভাস্কর ২’ আসছে, জানালেন পরিচালক

সিনেমাটির শুটের দৃশ্য। ছবি : প্রয়োজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে—সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি। তবে এখনই কাজ শুরু হচ্ছে না। আপাতত তার সব মনোযোগ তাঁর নতুন সিনেমা ঘিরে, যার শুটিং চলছে হায়দরাবাদে।
সেই চলমান সিনেমার গল্প নিয়ে কথা বলতে গিয়েই উঠে আসে ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ। আটলুরি নিশ্চিত করেছেন, দ্বিতীয় কিস্তির পরিকল্পনা এগোচ্ছে ঠিকঠাকভাবেই। তবে কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।
‘লাকি ভাস্কর’ সিনেমায় অভিনয় করেছিলেন দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন পেয়েছিল, তেমনি ওটিটিতেও—বিশেষ করে নেটফ্লিক্সে—দারুণ সাড়া ফেলে সিনেমাটি।