অলিখিত সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা শিরোপা জয়। সুপার ফোরে ভারত বধের স্বপ্নটা পূরণ হয়নি টাইগারদের। শিরোপা নির্ধারণী ম্যাচে যেতে হলে বাংলাদেশের সামনে আর একটি ম্যাচ বাকি। সুপার ফোরের তৃতীয় ম্যাচে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে লিটনরা। ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
টি-টোয়েন্টি সংস্করণে দুদলের ২৫ বারের দেখায় বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি। তবে পরিসংখ্যানকে পেছনে রেখে আজ বাংলাদেশ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে। কেননা সম্প্রতি এশিয়া কাপ শুরুর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনরা তাই আজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।
এশিয়া কাপে দুই দলের ১৫ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় দুটি। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের একমাত্র ম্যাচে ২০১৬ সালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থাটা একই। দুদলই শ্রীলঙ্কাকে হারিয়েছে কিন্তু ভারতের বিপক্ষে হেরেছে। পয়েন্ট টেবিলে দুই দলেরই অর্জন ২ পয়েন্ট। ফাইনালে ওঠার হিসাবটা এখন জয়-পরাজয়ে।
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হারলেও মনোবল হারাচ্ছে না বাংলাদেশ। পূর্ণ শক্তির বাংলাদেশ কাল মাঠে নামেনি। তবুও গতকালের ম্যাচে টাইগারদের বোলিং বিভাগ ভালো করেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দুর্দান্ত ব্যাটিংটা এদিন দেখা যায়নি। পাকিস্তান ম্যাচ দিয়ে ব্যাটাররাও আবার হয়তো ফিরে আসতে চাইবেন।
গতকাল অভিষেক শর্মা ও শুবমান গিল দুর্দান্ত শুরু করলেও পরে ভালোভাবেই ম্যাচে ফিরেছিল বাংলাদেশের বোলাররা। লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথম দুটি উইকেট নেন, এরপর তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান রান তোলার গতি কমিয়ে দেন।
সুপার ফোরে টানা দুইটি হাফসেঞ্চুরি করা সাইফ হাসান পাকিস্তানের বিপক্ষেও আরেকটি ভালো ইনিংস খেলার লক্ষ্যেই মাঠে নামবেন। এ ছাড়া বাংলাদেশ আশা করছে, এই ম্যাচে ফিরে তাসকিন আহমেদ ও লিটন দাস তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রাখবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘুড়ে দাঁড়িয়ে দুর্দান্তভাবে ম্যাচ জয়ে পাকিস্তানও বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। ব্যাট হাতে হোসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ দারুণ খেলেন লঙ্কানদের বিপক্ষে। সম্প্রতি নওয়াজ তার অলরাউন্ডিং প্যারফরম্যান্স দেখিয়ে সকলের নজরে এসেছেন। এছাড়া তাদের পেস আক্রমণের দুই বড় তারকা শাহিন আফ্রিদি ও হারিস রউফও এই ম্যাচের ত্রাস হয়ে উঠতে পারেন বাংলাদেশের ব্যাটারদের জন্য।
পরিসংখ্যান ছাপিয়ে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা আজ বেশ জমজমাট হতে চলেছে। অলিখিত এই সেমিফাইনালে টাইগারদের লক্ষ্য থাকবে পাকিস্তানকে হারিয়ে নিজেদের শিরোপার স্বাপ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া।
এশিয়া কাপে দুই দলের ১৫ বারের দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় দুটি। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের একমাত্র ম্যাচে ২০১৬ সালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।