এশিয়া কাপ
ব্যাটিং ব্যর্থতায় চাপে বাংলাদেশ

পুরোনা অসুখ ফের পেয়ে বসেছে বাংলাদেশের ব্যাটারদের। দেখেশুনে ভারতীয় বোলারদের খেললেও হঠাৎ ছন্দপতন। আগের ম্যাচে অর্ধশতক পাওয়া তাওহিদ হৃদয়কে বিদায় করেন অক্ষর প্যাটেল। ১০ বলে ৭ রান করে অভিষেক শর্মার তালুবন্দি হন তিনি। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের বিপদ বাড়ান শামীম হোসেন পাটোয়ারী। ৩ বল খেলে রানের খাতা খোলার আগে বিদায় নেন বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে। ৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
জাকের রান আউট হলে বিপদ বাড়ে দলের। ৫ বলে ৪ রান করেন জাকের। ৮৭ রানে নেই ৫ উইকেট।
শুরুর ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আজও রান পাননি তানজিদ তামিম। শুরুর সেই ধাক্কা সামলে পাওয়ার-প্লে কাটিয়ে দেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার-প্লেটা মন্দ হয়নি বাংলাদেশের।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। জাসপ্রিত বুমরাহকে তুলে মারতে গিয়ে ধরা পড়েন শিভাম দুবের হাতে। ফেরার আগে ৩ বলে ১ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাইফ আর ইমন। তবে পাওয়ার-প্লে পরের ওভারেই কুলদীপ যাদবের বলে ফেরেন ইমন। ফেরার আগে ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষেও তাণ্ডব শুরু করেছিলেন অভিষেক শর্মা আর শুভমান গিল। এক সময় মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে ভারত। তবে নিজেদের গুছিয়ে নিয়ে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। এতে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি দাঁড় করায় ভারত।