আইসিসিতে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে উত্তেজনাটা এখন মাঠের কর্মকাণ্ড নিয়ে। টুর্নামেন্টের দুই ম্যাচের পরই আলোচনায় উঠে এসেছে মাঠের বিতর্কিত কর্মকাণ্ড। দুই দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের একটি প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।
দুই দলের অভিযোগের ভিত্তিতে আইসিসি আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুনানির আয়োজন করেছে।
বিসিসিআই অভিযোগ করেছে, পাকিস্তানের পেসার হারিস রউফ ভারতের বিপক্ষে ম্যাচে উইকেট নেওয়ার পর ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখিয়ে উদযাপন করেন। অনেকে মনে করছেন, এটি দুই দেশের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রতি ইঙ্গিত।
এই ঘটনাকে আরও বিতর্কিত করেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। হারিসের উদযাপনকে সমর্থন করে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর একই ধরনের ভঙ্গিতে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোযোগমাধ্যমে।
এছাড়া পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করার পর বন্দুক চালানোর মতো ভঙ্গিতে উদযাপন করেন, যা নিয়েও আপত্তি জানিয়েছে ভারত।
অন্যদিকে, পাকিস্তানও অভিযোগ করেছে ভারতের সুর্যকুমার যাদবের বিরুদ্ধে। তিনি ১৪ সেপ্টেম্বরের ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে পহেলগামের সন্ত্রাসী হামলার শিকার হওয়া মানুষদের প্রতি সহানুভূতি জানান এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। পিসিবির মতে যা রাজনৈতিক বক্তব্য।
এই ঘটনাগুলো আইসিসির আচরণবিধির লঙ্ঘন কি না, তা খতিয়ে দেখা হবে শুনানিতে। বিসিসিআই-এর অভিযোগের শুনানি করবেন অ্যান্ডি পাইক্রফট এবং পিসিবি’র অভিযোগ শুনবেন রিচি রিচার্ডসন।
প্রথম দেখায় এসব অঙ্গভঙ্গি গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবং বছরের শুরুতে দুই দেশের সংঘাতের প্রেক্ষাপটে এগুলো স্পষ্টভাবেই রাজনৈতিক বার্তা বহন করে। ফলে এগুলোকে আইসিসির খেলোয়াড় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে।