লিটন দাস কি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছেন?

সাম্প্রতিক সময়ে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ সাফল্যের দেখা পেয়েছে। তার অধিনায়কত্বে দেশে ও দেশের বাইরে মিলিয়ে টানা তিন সিরিজ জয়ের পর এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। সেখানেও দলকে ফাইনালে ওঠানোর দ্বারপ্রান্তে এসে ইনজুরিতে পড়েছেন লিটন। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের আগে এখন তার ফেরা নিয়ে সকলেই চিন্তিত।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর ২০ ঘণ্টার ব্যবধানে মাঠে নামছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ড্রেসিংরুমে ছিলেন লিটন। তিনি এখন পুনর্বাসনে আছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেই গতকাল জানিয়েছিলেন জাকের। ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করা জাকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘উনি পুনর্বাসনে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করব।’
ম্যাচের পর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুবাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘লিটন দাসের একটু সমস্যা ছিল শারীরিকভাবে। পর্যবেক্ষণে আছে। আশা করি, আমরা ভালো খবর পাব।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। এরপর থেকেই তাকে নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি লিটনের। তার পরিবের্ত ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে। আজও লিটন না খেলতে পারলে জাকের আলীকেই দেখা যাবে দলের নেতৃত্ব দিতে।