পাওয়ারলিফটিংয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ

বাংলাদেশে উন্মুক্ত হচ্ছে পাওয়ারলিফটিংয়ে নতুন সম্ভাবনার দুয়ার। একটু একটু করে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটছেন লিফটাররা। ইতোমধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে এশিয়ান পর্যায়ে। নিয়ে এসেছে পদক। খেলোয়াড়দের মধ্যে কাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য নিয়ে আসার তাড়না।গত জুলাইয়ে ‘এশিয়ান আফ্রিকান প্যাসিফিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’- এ ৯টি স্বর্ণপদকসহ বাংলাদেশ জিতেছে একটি রোপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। যাতে আছে...