সাবধানী ব্যাটিংয়ে চাপ সামলানোর চেষ্টায় বাংলাদেশ

২৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় বাংলাদেশ। শেখ মেহেদি আউট হলে বাড়ে চাপ। ৪৪ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে নিচ্ছেন নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী। পাকিস্তানি বোলারদের দেখেশুনে সাবধানের সঙ্গে রান তুলছেন দুজন।
তিন উইকেট হারিয়ে সতর্ক বাংলাদেশ
আস্থার প্রতিদান দিতে পারলেন না পারভেজ হোসেন ইমন। খালি হাতেই ফিরলেন তিনি। তবুও ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ যেন ভূত চেপে বসল তাওহিদ হৃদয়ের মাথায়। অপ্রয়োজনীয় শট খেলে উইকেট বিলিয়ে দিলেন তিনি। এতে সুন্দর পাওয়ার প্লে কিছুটা বিষাদে পরিণত হলো।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রানের খাতা খোলার আগেই ফেরেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদিকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ নাওয়াজের হাতে।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে সাইফ হাসান আর হৃদয়ের ব্যাটে ছুটছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ২২ রান তুলে নিয়েছিলেন। কিন্তু এরপর সেই শাহিনকে জোর করে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন সাইম আইয়ুবের হাতে। ফিরলেন ১০ বলে ৫ রান করে।
দলের বিপদে বেড়েছে ইনফর্ম সাইফ হাসানের বিদায়ে। হারিস রউফের বলে ব্যাটের কােনায় লেগে সাইমের হাতে ধরা পড়েন সাইফ। ১৫ বলে ১৮ করেন সাইফ। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ।
এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের চাই ১৩৬ রান
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পরে পাকিস্তান। একের পর এক উইকেট তুলে নেন তাসকিন আহমেদ-রিশাদ হোসাইনরা। এতে কোনো মতে একশ পার করা পুঁজি পায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে সালমান আলী আগার দল।