বোলাররা কাজ সেরেছেন, এবার ব্যাটারদের পালা

এবারের এশিয়া কাপে কোনো সেমিফাইনাল না থাকলেও বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। হারলেই ধরতে হবে দেশের বিমান, জিতলে জায়গা হবে ফাইনালের মঞ্চে। এমন সমীকরণ মেলানোর ম্যাচে টসে জিতে বোলারদের ওপর আস্তা রেখেছিলেন অধিনায়ক জাকের আলী অনিক। অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিয়েছেন বোলাররা।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটারদের নাভিশ্বাস তুলে বাংলাদেশ আটকে রেখেছে দেড়শ ছোঁয়ার আগেই। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৫ রান।
নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন তাসকিন-শেখ মেহেদি-রিশাদরা। শুরু থেকেই পাকিস্তান শিবিরে ভীতি ছড়িয়েছেন তারা। একের পর এক উইকেট তুলে দিশেহারা করে ছেড়েছেন পাকিস্তানি ব্যাটারদের। এতে মাঝারি পুঁজি পেয়েছে পাকিস্তান।
এখন বাকি কাজ ব্যাটারদের। ফাইনালের হাতছানিকে বাস্তবে রূপ দিতে দায়িত্ব নিতে হবে সাইফ-ইমন-হৃদয়দের। এবার পরীক্ষা নিতে হবে পাকিস্তানি বোলারদের। ধৈর্য্য ধরে উইকেটে থেকে জয় ছিনিয়ে আনতে হবে ব্যাটারদের।
পাকিস্তানের বোলিং লাইনআপ যথেষ্ট ভালো। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের নিয়ে গড়া বিশ্ব মানের পেস আক্রমণ পাকিস্তানের। স্পিনেও আবরার আহমেদ-মোহাম্মদ নাওয়াজরা বেশ ভয়ঙ্কর। মিডিয়াম পেসার ফাহিম আশরাফও দারুণ ছন্দে আছেন। তাদেরকে দক্ষ হাতে সামাল দিতে হবে। জয়ের বন্দরে ভেড়াতে হবে তরী।
গতকাল ভারতের বিপক্ষে সহজ লক্ষ্য পেয়েও দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ৯ জন ব্যাটার ফিরেছিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। ম্যাচ শেষে জাকের জানিয়েছিলেন, এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। সেই শিক্ষাটা আজ কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে একা হাতে লড়াই করে গেছেন সাইফ। আজও ভালো একটা শুরু এনে দিতে হবে তাকে।