সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় লিটন

এশিয়া কাপের শুরু থেকে লিটন দাস অপেক্ষা করিয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে সাকিব আল হাসানের পরই আছেন লিটন। সাকিব থেকে খুব বেশি দূরে নেই তিনি। মাত্র ১৮ রানে পিছিয়ে থেকে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) মাঠে নামবেন লিটন।
শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপে সুপার ফোর মিশন শুরু করবে বাংলাদেশ। অধিনায়ক হওয়ায় একাদশে লিটনের জায়গা পাওয়া নিশ্চিত। ব্যাট হাতে ১৮ রান করলে সাকিবকে স্পর্শ করবেন, ১৯ করলে ছাড়িয়ে যাবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৫ সালে অভিষিক্ত লিটন এখন পর্যন্ত খেলেছেন ১১৩ ম্যাচ। ২৩.৮৯ গড় ও ১২৬.৪৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২ হাজার ৫৩৩ রান। কোনো শতক না থাকলেও ফিফটি করেছেন ১৫টি। ১২৯ ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ২হাজার ৫৫১ রান।
চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে দুই নম্বরে ওঠেন লিটন। সেই ম্যাচ শেষে তার রান দাঁড়ায় ২ হাজার ৪৯৬। ২ হাজার ৪৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহকে ছাড়িয়ে লিটনের অপেক্ষা এখন সাকিবকে টপকে যাওয়ার।