শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

একদিন পরই বদলে গেল পাশার দান। যাদের জন্য গলা ফাটিয়েছে গোটা বাংলাদেশের সমর্থকরা, সেখানে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) তারাই প্রতিপক্ষ। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে অম্লমধুর সম্পর্ক ছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই সুপার ফোরে খেলা কঠিন করে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবার শ্রীলঙ্কার জয়ের কারণেই সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমি প্রথম পর্বে দেখেছি, পরে ব্যাট করা দল জিতেছে। আমি এই উইকেট নিয়ে দ্বিধায় ছিলাম, তাই বোলিং বেছে নেওয়া। আমরা ম্যাচ নিয়ে বেশ আগ্রহী। খেলোয়াড়রা সত্যিই অসাধারণ কাজ করে এসেছে।’
শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘আমি হলেও একই কাজ করতাম। এটা ব্যাপার না। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে এবং তারা পারফর্ম করছে।’