পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

সুপার ফোরে ভারত বধের স্বপ্নটা পূরণ হয়নি বাংলাদেশের। তবে ফাইনালে ওঠার স্বপ্নটা এখনো শেষ হয়ে যায়নি টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অলিখিত সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যটা ধরে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিটন- তাসকিনদের। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।
সুপার ফোরের ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি অধিনায়ক লিটন দাসের। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কি-না, এমন প্রশ্নের উত্তরে জাকের বলেন, ‘দেখি কী ধরনের কম্বিনেশন নিয়ে নামা যায়। এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে টিম মিটিংয়ে চুড়ান্ত করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’
ভারতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এমন পরিবর্তনে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে ভরাডুবি ঘটে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও ফিরতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা একাদশ। তাসকিন, লিটন, শেখ মেহেদি এক ম্যাচ পর আরও দলে ফিরতে পারেন। বাংলাদেশ আশা করছে, এই ম্যাচে ফিরে তাসকিন ও লিটন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রাখবেন।
আজও ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা করতে পারেন তানজিদ হাসান ও সাইফ হাসান। টানা তিন ম্যাচে এই জায়গায় রান পেয়েছেন সাইফ। লঙ্কানদের বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন।
এরপর গতকাল ভারতের বিপক্ষে যখন একপাশ থেকে সবাই যাওয়া আসার মিছিলে ব্যস্ত, তখন অন্যপাশে একাই আগলে রেখে লড়াই করে গেছেন সাইফ। তার ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৬৯ রানের ইনিংস। সুপার ফোরে টানা দুইটি হাফসেঞ্চুরি করা সাইফ হাসান পাকিস্তানের বিপক্ষেও আরেকটি ভালো ইনিংস খেলার লক্ষ্যেই মাঠে নামবেন।
তিনে নামবেন অধিনায়ক লিটন। চার ও পাঁচে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। সর্বশেষ ম্যাচে দুজনের ব্যাট থেকেই রান আসেনি, ব্যর্থ হয়ে ফিরেছেন তারা। ঘুরে দাঁড়ানোর আশায় আজও মিডল অর্ডারে তাদের ওপরই ভরসা করবে বাংলাদেশ।
ছয়ে নামতে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকেরকে। তার অ্যাপ্রোচ ও দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত দল তার ওপরই ভরসা করছে এই পজিশনে।
দুবাইয়ের ধীরগতির উইকেটে বাংলাদেশের প্রধান অস্ত্র হচ্ছে মুস্তাফিজুর রহমান ও স্পিনাররা। সেই হিসেবে শেখ মেহেদির সঙ্গে নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেনকে খেলানো হতে পারে। গতকাল ভারতের প্রথম দুটি উইকেট তুলে নিয়ে তাদের খেলা ধীরগতির বানিয়ে ফেলেন রিশাদ।
পেস আক্রমণে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। এই ম্যাচে দলে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব ও মুস্তাফিজ ভারতের রান তোলার গতি কমিয়ে দেন গতকাল।
পাকিস্তানের বিপক্ষে কম্বিনেশন মিলিয় নিজেদের সম্ভাব্য সেরা একাদশটাই মাঠে নামাবে বাংলাদেশ। লক্ষ্য থাকবে ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।